What is freelancing - ফ্রিল্যান্সিং কি ?

  ফ্রিল্যান্স (Freelance) শব্দটি Free (মুক্ত/স্বাধীনএবং Lance(কাজদুটি শব্দের সমান্বয়ে তৈরি। ১৯০০ শতকের শুরু হতে এই শব্দটির প্রচার  প্রসার বাড়তে থাকে।

মুক্তস্বাধীনভাবে কাজ করাকে বলে ফ্রিল্যান্সিং।
অন্যভাবে বলা যায়,  নির্দ্দিষ্ট কোন প্রতিষ্ঠানের অধীনে না থেকে স্বাধীনভাবে কাজ করা কে  ফ্রিল্যান্সিং বলে।
Also read- জিমেইল কিকীভাবে একটি জিমেইল অ্যাকাউন্ট খুলতে হয়?
কীভাবে Gmail Account  2-Step Verification চালু করবেন


 ফ্রিল্যান্সার (Freelancer) কি?

Freelancer কি বা কাকে বলেঃ যারা ফ্রিল্যান্সিং(Freelancing) করে তাদের ফ্রিল্যান্সার (Freelancer) বা স্বাধীনপেশাজীবি বলা হয়। ফ্রিল্যান্সারদের কাজের কোনো নির্দ্দিষ্ট পারিশ্রমিক থাকেনাচাকরীজীবিদের মতো এরা বেতনভুক্ত নয়। আবার ফুল টাইম বা পার্ট টাইম  বিষযটি নির্দ্দিষ্ট নাও হতে পারে। তবে স্বাধীনতা আছে এবং ইচ্ছামতো উপার্জনের সুযোগ  আছে।
আরো সহজ ভাবে বললেফ্রিল্যান্সার হচ্ছে মুক্ত বা স্বাধীনচেতা একজনযিনি বিভিন্ন প্রতিষ্ঠানের হয়ে নিজ দক্ষতা অনুযায়ী বিভিন্ন ধরনের কাজ করে থাকেন।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.