Outsourcing কি?

 Outsourcing কি?


অনেকেই freelancing এবং outsourcing এই ২টি শব্দকে একি মনে করেন। আসলে এই ২টি শব্দের মানে  কাজ আলাদা।
Outsourcing শব্দটি  Out(বাইরেএবং source (উৎসএই ২টি শব্দের সমান্বয়ে তৈরি। সুতরাং, ‘আউটসোর্সিং’ অর্থ ‘বাইরে থেকে উৎস পাওয়া
খুব সহজভাবে বলতে গেলেআউটসোর্সিং (Outsourcing) মানে নিজের কাজ কোন একটা মাধ্যমে অন্যকে দিয়ে করিয়ে নেয়া। যেমন-কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান freelancer দিয়ে কাজ করিয়ে নেনতিনি outsourcing করেন।
মনে করেন যে আমার একটি আছে এবং তার জন্ন্য একটি website বানাতে চাচ্ছি কিন্তু আমার company  কোন কর্মচারি তা বানাতে জানেনা। তখন আমি যিনি website বানাতে দক্ষ তার সাথে যোগাযোগ করব এবং website টি বানানোর কাজ তাকে দেব। তিনি নির্দিষ্ট টাকার বিনিময়ে website টি বানিয়ে দেবেন।
এখানে তিনি freelancing করছেন আর আমি outsourcing করছি। Freelancer রাও outsourcing করতে পারে।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.