ফ্রিল্যান্সার হতে বেসিক যেসকল বিষয় সম্পর্কে আপনাকে জানা উচিত



 ১. কম্পিউটার চালু ও বন্ধ করতে জানতে হবে। 



২. কম্পিউটারের মাইক্রোসফ্‌ট অফিস প্রোগ্রামের বিষয়গুলো সব জানতে হবে। ( এই ক্ষেত্রে

আপনি কম্পিউটারের জন্য ৪-৬ মাসের একটি প্রশিখন নিতে পারেন)


৩.টাইপিং স্পিড ভালো থাকতে হবে। এইক্ষেত্রে কোনো সীমা নেই। যত ভালো করতে পারেন

ততই ভালো। 


৪.সফটওয়্যার ইন্সটল ও রিমুভ করা জানতে হবে। 


৫.ইন্টারনেট ব্রাউজিং সম্পর্কে ভালো ধারনা থাকতে হবে। 
৬.কম্পিউটার ও ইন্টারনেটে জনিত কোনো সমস্যায় পড়লে বা আপনি কোনো একটি জিনিস

করতে পারছেন না, সেটির জন্য আপনার ফ্রেন্ডের কাছে হেল্প না চেয়ে গুগল সার্চ করুন বা

সেই বিষয় ইউটিউবে ভিডিও দেখুন।


৭.উইন্ডোজ ইন্সটল করতে জানতে হবে। 


৮.কোনো ফাংশনে সমস্যা হলে  সমাধান করার অভিজ্ঞতা থাকতে হবে।

(basic freelancing skills)


একানে মোটামুটি যেসব লিস্ট দেওয়া হয়েছে এইসব বেসিক ধারনা। আপনি শুধু ফেশবুক,

ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার ইত্যাদি নিয়ে পড়ে থাকলে আপনি ডিজিটাল হতে পারবেন না।

শুধু এইসব মানে ডিজিটাল নয়, আপনাকে আরো জানতে হবে। এই ক্ষেত্রে বলা যায় যে,

আপনাকে সরাসরি কম্পিউটার ও ইন্টারনেটে সম্পর্কে খুবই ভালো এবং দক্ষ হতে হবে। এই

গুলো হলো একজন ফ্রিল্যান্সারের বেসিক জ্ঞান। এইগুলো আপনাকে অবশ্যই জানতে হবে।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.