ফ্রিল্যান্সার হতে কি কি দক্ষতা প্রয়োজন

যারা ফ্রিল্যান্সিং করে টাকা আয় করতে চায় তাদের মধ্যে অনেকেই প্রশ্ন থাকে একজন ফ্রিল্যান্সার

হতে কী কী সাধারন দক্ষতা প্রয়োজন? আজকে এই বিষয় নিয়ে এই ব্লগে আলোচনা করবো, ফ্রিল্যান্সার

হতে কি কি দক্ষতা প্রয়োজন ?   ( freelancing skills 2022 )



সর্বপ্রথম আপনি যদি একজন ফ্রিল্যান্সার হতে চান, তাহলে আপনাকে ইংরেজি কথা বলতে পারা ও

ইংরেজি কথা বুঝতে পারার জ্ঞান থাকতে হবে। আপনি হয়তো ভাবছে, আপনি ইংরেজিতে খুব বেশি

দক্ষ নন। মোটামুটি লিখতে পারেন আর মোটামুটি বলতে পারেন। এখানে সমস্যা নেই যে, আপনি

মোটামুটি লিখতে পারেন আর মোটামুটি বলতে পারলেই চলবে। আমি আপনাকে বলছি না যে,

আপনাকে ইংরেজিতে পি.এস.ডি করতে হবে। আপনি যাতে ইংরেজিতে কথা বলে আপনার

মনের ভাব প্রকাশ করতে পারেন আর আপনি যার সাথে কথা বলছেন তার কথা যে আপনি

বুঝতে পারেন। একটা কথা মনে রাখবেন যে, ফ্রিল্যান্সিং কোনো ফাকি বাজি করে শিখা যায় না, বরং

এর শিখার কোনো শেষ নেই। যেকোনো কাজ শিখলে তা কখনো ফালানো যায় না, তা কোনো না

কোনো সময় কাজে লাগে। সুতরাং আজ থেকেই ইংরেজি পরিচর্চা করা শুরু করে দিন। এটি

আপনার ভবিশ্যতেও অনেক কাজে আসবে। শুধু ফ্রিল্যান্সিং- এর জন্য নয়। বর্তমানে ভালো

ক্যারিয়ারের জন্য ইংরেজির গুরুত্ব আপনিই ভালো জানেন
ধরুন, আপনি ইংরেজি ভালো জানেন। এখন তাহলে কী আপনি ফ্রিল্যান্সার হতে পারবেন। ইংরেজি

ভাষা ভালো জানলে ও আপনাকে আরো কিছু সাধারন বিষয় ভালো ভাবে জানতে হবে। আপনি এখানে 

কাজ করবেন কম্পিউটার এবং ইন্টারনেটে মাধ্যমে। তবে আপনাকে অবশ্যই কম্পিউটার এবং

ইন্টারনেট সম্পর্কে ভালো ভাবে জানতে হবে। কম্পিউটারে সফটওয়্যার জনিত কোনো সমস্যা

হলে আপনি যদি অন্য কারো কাছে দৌড়ান বা ফেসবুক অ্যাকাউন্টের সমস্যা হলে আপনি যদি

আরেকজনের কাছে হেল্প- এর জন্য দৌড়ান, তবে আপনার জন্য ফ্রিল্যান্সিং নয়। আমি এটা বলছি

না যে, আপনি কারো কাছ থেকে কোনো কিছু শিখতে পারবেন না। এছাড়া বেশি সমস্যা হলে তবে

আপনি রিপেয়ারার এর কাছে নিয়ে যেতে পারেন। ( best freelancing skills 2022 )

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.