ব্লগিং করে কিভাবে টাকা ইনকাম করা যায়

 ব্লগিং করে টাকা ইনকাম করাটা খুবই সহজ তবে আপনাকে লেখালেখির ধারণা থাকতে হবে কারণ ব্লগের মূল বিষয় হচ্ছে লেখালেখি এবং ভালো মানের কনটেন্ট লিখতে হবে কারণ আপনার কনটেন্ট থেকে যদি মানুষ কিছু শিখতে না পারে কিছু জানতে না পারে তাহলে কেউ পড়বে না এই বিষয়টা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে।



আপনি যে বিষয় নিয়ে লিখতে চান সে বিষয় নিয়ে আপনাকে অনলাইনে গবেষণা করতে হবে, এবং দেখতে হবে এই বিষয় নিয়ে আরো অন্যান্য মানুষ কিভাবে লিখছে কেমন ধরনের কনটেন্ট লেখছে কনটেন্টের কোয়ালিটি গুলো কিরকম হচ্ছে, এবং আপনি ওদের চেয়েও একটু ভালো মানের কনটেন্ট কোয়ালিটি কিভাবে দিতে পারেন সে বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে।

কিন্তু এ ধরনের চিন্তাভাবনা করবেন না যে অন্যের আর্টিকেল থেকে কপি করে নিয়ে আসবেন আপনার ওয়েব সাইটে পেস্ট করে অনেকগুলো আর্টিকেল লিখে অনেক টাকা ইনকাম করবেন যদি এরকম করার চেষ্টা করেন তাহলে আপনার সাইট কখনোই গুগলে রেঙ্ক করবেনা আর আপনি ইনকাম ও করতে পারবেন না গুগোল কখনোই কপিরাইট আর্টিকেল কে ব্যাংক করায়না এবং এডসেন্সের অনুমোদন দেয় না।

সুতরাং আপনাকে নিজের ট্যালেন্ট খাটিয়ে আর্টিকেল লিখতে হবে অথবা আর্টিকেল রাইটার হায়ার করতে হবে তবে আমি বলব আপনার সে বিষয়ে ব্লগিং করা উচিত যে বিষয়ে আপনার পরিপূর্ণ জ্ঞান ধারণা আছে তাহলে আপনার জন্য আর্টিকেল লেখাটা সহজ হয়ে যাবে।

এবং অবশ্যই আপনি যে কোন একটা বিষয় নিয়ে ব্লগিং করার চেষ্টা করবেন কারণ বিভিন্ন বিষয় নিয়ে একই ব্লগে লেখালেখি করলে রেঙ্ক হতে অনেক সময় লাগে যদি যে কোন একটা বিষয় নিয়ে লেখালেখি করেন তাহলে দ্রুত গুগলের প্রথম পেজে রেঙ্ক হবে।

আপনার আর্টিকেল রেঙ্ক হলে আপনার সাইটে ভিউস আসবে এবং ভিউজ আসলে আপনি এডসেন্সের অনুমোদন পাবেন অনুমোদন পেলে ইনকাম ও করতে পারবেন।

শুধুমাত্র এডসেন্স থেকে ইনকাম করতে পারবেন তাই না আপনি যদি ভালো পরিমাণের ভিউজ নিয়ে আসতে পারেন তাহলে অ্যাফিলিয়েট মার্কেটিং করেও ইনকাম করতে পারবেন

আপনি অ্যাডসেন্সে অ্যাপ্রভাল ছাড়াও আরো অনেক অ্যাডসেন্সের অল্টারনেটিভ আছে যেখান থেকে আপনার সাইটে এড লাগাতে পারবেন এবং অ্যাপ্রভাল সহজে পেয়ে যাবেন তবে গুগলের মত এবং ফেসবুকের মত এত টাকা ইনকাম অন্যান্য এডসেন্স অল্টারনেটিভ কোম্পানিগুলো দিতে পারবে না।

গুগলের এডসেন্স এবং ফেসবুকের ফেসবুক অডিয়েন্স নেটওয়ার্ক এ দুটোই হচ্ছে সবচেয়ে বেস্ট অনলাইন এড নেটওয়ার্ক।

এবং আপনাকে এডসেন্স এর প্রোগ্রাম পলিসি (AdSense Program policies) ভালো করে পড়ে নিতে হবে এবং ভালো করে বুঝে নিতে হবে তাছাড়া আপনি প্রবলেমে পরতে পারেন।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.