ফ্রিল্যান্সার হওয়ার জন্য কি করনীয়?

 

ফ্রিল্যান্সার হওয়ার জন্য কি করনীয়?



ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজের ক্ষেত্র অনেক ব্যাপক। ডাটা এন্ট্রি থেকে শুরু করে (all social media )জিমেইলইন্সটাগ্রাম,ফেসবুক অ্যাকাউন্ট খোলাএসইওওয়েব ডিজাইনওয়েব ডেভেলপমেন্টগ্রাফিক্স ডিজাইনগেমস ডেভেলপমেন্টমোবাইল অ্যাপ্লিকেশন, personal assistant, song ,story, article writing ইত্যাদি। এগুলো তো শুধু প্রচলিত কাজ এর একাংশ। এছাড়া হাজারো অপ্রচলিত কাজ আছে যা শিখে নিজেকে দক্ষ হিসেবে তৈরী করে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আয় করতে পারা যাবে।
এখানে অন্যতম বিবেচ্য বিষয়টি হল Freelancing  কাজের ক্ষেত্র যেমন ব্যাপকপ্রতিযোগিতাও অনেক বেশী। তাই একজন সফল ফ্রিল্যান্সার হতে হলে আপনার প্রয়োজন সঠিক প্রশিক্ষনদিকনির্দেশনা এবং ঐকান্তিক প্রচেস্টা।
নতুন অবস্থায় বেশিরভাগ মানুষ- ফ্রিল্যান্সিং বিষয়টি ওনেক সহজ মনে করেন , বাস্তবে তা কিন্তু এতটা সোজা নয়। শুধু শুধু  কম্পিউটারের সামনে বসে থাকবেন,আর মাসে মাসে আপনার অ্যাকাউন্ট  ডলার জমা হবেএমনটি কিন্তু নয়। freelancing ( ফ্রিল্যান্সিং ) করার জন্য প্রচুর ধর্যের প্রয়োজন হয়কাজ শিখা এবং অনুশীলন করার জন্য পর্যাপ্ত সময় ব্যয় করতে হয়। দক্ষতা বৃদ্ধির জন্য অবশ্যই প্রচুর পরিশ্রমী হতে হবে। কাজের প্রতি প্রবল মনোযোগী হতে হবে। আগে কাজ শিখে দক্ষতা অর্জন করতে হবে এবং তারপর টাকা ইনকামের চিন্তা ভাবনা করার মন-মানসিকতা থাকতে হবে। সুতরাংকেউ যদি এসব নিয়ম-কানুন গুলো মেনে চলেন বা অনুসরণ করেন তাহলে অবশ্যই freelancing ( ফ্রিল্যান্সিং )  সাফল্য তার জন্য অনিবার্য।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.